বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার গাবতলীতে ব্যবসায়ী তোজাম্মেল হক (৪৫) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।১১ নভেম্বর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাবুল হোসেন, মানিক মিয়া ও মিশু। এছাড়া পিন্টু মিয়া, দেলোয়ার হোসেন ও আশিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন। তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধু পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।বাদীপক্ষ জানিয়েছে, বেশিরভাগ আসামি বাইরে থাকায় তারা এখনো নিরাপত্তাহীনতায় আছেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বাদী পরিবারের তিন সদস্য রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সাজা কার্যকরের দাবি জানান।উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ব্যবসায়ী তোজাম্মেল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। দীর্ঘ আট বছর পর এ রায়ে স্বস্তি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ।