রৌমারী সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের খবর পাওয়া গেছে।২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯-এর কাছ দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবি (জামালপুর ব্যাটালিয়ন) গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের আওতাধীন দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্ত এলাকা দিয়ে ২ জন পুরুষ এবং ১ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয় বিএসএফ।অনুপ্রবেশকারী এই তিন ভারতীয় নাগরিক বর্তমানে সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছেন। গভীর রাতে এই পুশইনের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।জানা গেছে, খবর পেয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। পুশইন করা ব্যক্তিরা কেন এবং কীভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলেন, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, কনকনে শীত ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে বিএসএফ এদের পুশইন করে। বর্তমানে ওই এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। তবে এই বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।