• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ১০:৫১:৪৪ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ছাত্রশিবির

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে আসো হে প্রিয় মেধাবী এশ্লোগানে বাংলা অর্থসহ কুরআন শরীফ, ফুল, শিবিরের নামসংবলিত প্যাড, কলম শিবিরের সংক্ষিপ্ত পরিচিতিসহ বিভিন্ন ইসলামিক বই উপহার দিয়ে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের (২০২৫-২৬ সেশন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির।১০ নভেম্বর সোমবার সকাল ১০টায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ নবীন-বরণ অনুষ্ঠান করেন তারা।চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা।চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা সৈকতের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবির চাঁদপুর জেলার সভাপতি ইব্রাহীম খলিল, ইনস্টিটিউটের সিপ ইন্সট্রাক্টর নূরুল সামস্ চৌধুরীসহ আরো অনেকে।অনুষ্ঠান শেষে ছাত্রদের উপহার বিতরণ এবং ইসলামি সংগীত পরিবেশন করা হয়। এসময় বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।