ফেসবুকে আপত্তিকর ভিডিও, শিক্ষিকা বরখাস্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. নুসরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক আদেশে ২৪ ডিসেম্বর বুধবার এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে নিজের জিম করার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করছিলেন। সম্প্রতি কয়েকটি ভিডিওতে অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর পোশাক ব্যবহারের অভিযোগ ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বিষয়টি নিয়ে নুসরাত জাহানকে আগেই সতর্ক করা হয়েছিল। পরে জেলা শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি লিখিত জবাব দেন, ভিডিওগুলো সরিয়ে ফেলেন এবং ভুল স্বীকার করেন। তবে তার বিরুদ্ধে একাডেমিক কার্যক্রম বা পাঠদানের বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।বরখাস্ত শিক্ষিকা নুসরাত জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওগুলোতে তিনি প্রচলিত পোশাকেই জিম করছিলেন এবং এতে কোনো অশ্লীলতা ছিল না। সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামত ও আলোচনা অব্যাহত রয়েছে।