মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার বিওসি মাঠ গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ভাই কাইয়ুম।পুলিশ জানায়, কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের বিরোধ চলছিল। কয়েক বছর আগে নিহত জমির উদ্দিনের ভাগ্নে জালাল উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন কাইয়ুম। শনিবার সন্ধ্যায় কাইয়ুমকে পুলিশে সোপর্দ করার উদ্দেশ্যে জমির উদ্দিনসহ কয়েকজন তার বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় কাইয়ুম ও তার বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় জমির উদ্দিনসহ কয়েকজন আহত হন।পুলিশ আরও জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।