মানিকগঞ্জে হাসপাতাল তত্ত্বাবধায়কের ব্যাগ চুরি, ৫ ভুয়া সাংবাদিক আটক
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে ভুয়া সাংবাদিক পরিচয়ধারী পাঁচজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।১১ নভেম্বর সোমবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।গ্রেফতাররা হলেন দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইলের প্রতিনিধি বজলুর রহমান, গ্লোবাল ন্যাশনের প্রতিনিধি শামীম হোসেন এবং সাইফুল ইসলাম।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে এই পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেন। আলাপচারিতার একপর্যায়ে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং ভিজিটিং কার্ডও প্রদান করেন। কিছুক্ষণ পর বের হয়ে যাওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি নিয়ে যায়।ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, অফিস ও বাসার চাবি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানা গেছে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরা শামীম হোসেন ব্যাগটি কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছেন।ডা. বাহাউদ্দিন জানান, ব্যাগটি হারানোর পর মৌসুমী ও হারুনকে ফোন করলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। কিছুক্ষণ পর আবার যোগাযোগ করলে তারা দাবি করেন, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, চাইলে লোক পাঠিয়ে নিতে পারেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ব্যাগ চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও শনাক্তের চেষ্টা চলছে।’