কুমিল্লা
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৪৪:১৬ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সুবর্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লেগুলোর বাজারমূল্য ৮৬ লাখ ৬৫ হাজার টাকা। পরে এগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান