রাঙ্গুনিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে মাইক্রোবাসের ধাক্কায় কাজী তাইমিম মুহাম্মদ আরাফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।১১ নভেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ইউনিয়নের নেজামশাহ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরাফ ওই এলাকার কাজী মুহাম্মদ এসকান্দরের ছেলে।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিকেলে বাড়ির পাশে খেলছিল আরাফ। এ সময় বিয়ের অনুষ্ঠান থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা আরাফকে মৃত ঘোষণা করেন।রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।’