• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৬:০৮ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ২ সিএনজির সংঘর্ষে চালক আহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক চালক আহত হয়েছেন।২৭ ডিসেম্বর শনিবার দুপুরের দিকে উপজেলার গোচরা বিএম স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই–চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত হন সিএনজি চালক রঞ্জিত দাস (৫৫)। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোয়াজারহাট থেকে রাস্তার মাথা অভিমুখে যাত্রীবিহীন অবস্থায় গমনরত একটি সিএনজি চালিত অটোরিক্সা এর সঙ্গে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবিহীন একটি অজ্ঞাত সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চট্টগ্রাম থেকে আসা সিএনজিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান