সেনবাগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
সেনবাগ প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়েছে।২৬ ডিসেম্বর শুক্রবার বিকালে সেনবাগ মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেধা বৃত্তি পুরুস্কার বিতরণ করা হয়।বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ আজিম চৌধুরীর সভাপতিত্বে ও বৃত্তি পরিচালনা কমিটির কো অডিটর নূর হোসাইন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নুর মোহাম্মদ সিআইপি।এই সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাফিসা তাবাসসুম ফিমা, গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।পরে ৩ য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১২শ" পরীক্ষার্থীর মধ্যে প্রতি শ্রেনীতে ৩০জন করে ৯০ জন বৃত্তি প্রাপ্ত মেধাবীদের হাতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ সনদ ও পুরস্কার তুলে দেন।