• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ১০:৫৩:২৫ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

সোনারগাঁও বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান আজহারুল ইসলাম মান্নানের

মাল্টিমিডিয়া রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সোনারগাঁও উপজেলা বিএনপি।১২ নভেম্বর বুধবার সোনারগাঁও উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান বলেন, বিভাজন বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যের মাধ্যমে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।তারা আরও বলেন, বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে এবং দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে তারা মহান আল্লাহর রহমত কামনা করে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।