• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:৩৮ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে শীতবস্ত্র নিয়ে ছিন্নমূল মানুষের পাশে জেলা প্রশাসক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রকট শীতে গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র নিয়ে ছুটে চলেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। দেশের সর্ব উত্তরের জেলা নীলফামারীতে প্রতিবছর শীতের তীব্রতা তুলনামূলক বেশি হলেও এবার পৌষ মাসের শুরুতেই শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।তীব্র শীতে এ জেলার নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছে। শীত নিবারণে অনেককেই খড়কুটো, শুকনো পাতা, বাঁশের মুড়া কিংবা কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার রাতে খাটের নিচে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে, যা ঝুঁকিপূর্ণও বটে।এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করছেন। রেলস্টেশন, বাস টার্মিনাল, সড়কের পাশে কিংবা খোলা আকাশের নিচে থাকা ছিন্নমূল মানুষদের খুঁজে বের করে নিজ হাতে গরম কম্বল তুলে দিচ্ছেন।গভীর রাতে তিনি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। স্টেশনে কনকনে শীতে জড়োসড়ো হয়ে শুয়ে থাকা ছিন্নমূল মানুষদের জাগিয়ে তুলে তাদের শরীরে গরম কম্বল জড়িয়ে দেন।এ সময় তিনি বলেন, ‘যাদের কেউ নেই, ঘর নেই তাদের শুধু কম্বল নয়, প্রয়োজনে থাকার ব্যবস্থাও করা হবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান