• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৪:১৩ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজীবপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা মো. সাইফুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের চলমান বিশেষ তৎপরতার অংশ হিসেবে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি চৌকস দল ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলা সদর এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ সময় রাজীবপুর বাজার এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গালিয়া পাড়া গ্রামের মরহুম মোকবুল মেম্বারের ছেলে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর নাশকতা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আটককৃত সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান