• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ১০:৫৩:২১ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে পৃথক স্থানে ৩টি বাসে দুর্বৃত্তের আগুন

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরে পৃথক স্থানে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ ১২ নভেম্বর বুধবার ভোরে গাজীপুর ভোগড়া বাইপাস, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় এবং চক্রবর্তী এলাকায় বাসে আগুন দেয় দুবৃত্তরা। ভোর ৪টায় ওই বাসগুলোতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরে আশপাশে থাকা লোকজন খবর দিলে ফায়ার সার্ভিস ৩টি স্থানে গিয়ে আগুন নেভায়।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বাসে থাকা মালামালসহ গাড়ির সিট ও ইঞ্জিন পুড়ে গেছে।দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান