• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ০৯:০৬:৫৯ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

আজ ভয়াল ১২ নভেম্বর, এই দিনে পটুয়াখালীতে প্রাণ হারায় ৪৮ হাজার মানুষ

পটুয়াখালী প্রতিনিধি: আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। উপকূলীয় এলাকায় বিভিন্ন ক্ষয়-ক্ষতির পাশাপাশি এই ঘূর্ণিঝড় প্রাণ কাড়ে ১০ লাখ মানুষের।ভয়াল এই দিনের কথা স্মরণ করতে গেলে আজো আৎকে ওঠেন পটুয়াখালীর প্রবীণ মানুষেরা।সরকারি হিসেবে বৃহত্তর পটুয়াখালী জেলায় (বরগুনাসহ) সেদিন রাতে ৪৮ হাজার মানুষ প্রাণ হারায়। স্থানীয়দের মতে, প্রকৃত সংখ্যা লাখেরও বেশি।বর্তমান রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, সোনার চর, মৌডুবি, বড় বাইশদিয়াসহ দ্বীপ সমৃদ্ধ জনপদ পরিণত হয় জনশূন্য বিরাণ ভূমিতে। মানুষ ছাড়াও ঘর-বাড়ি-ফসলসহ সম্পদ হানি হয় শত সহস্রাধিক কোটি টাকার। সমস্ত খালবিল নদী নালায় ছিল লাশের মিছিল।এই দিনটিকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান