• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪০:৪৬ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, গ্রেফতার-১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দেয়ার ঘটনায় রুবেল (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবু তারেক।গ্রেফতার রুবেল লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর গ্রামের ব্যাপারী বাড়ির আব্দুল হাসের ছেলে।পুলিশ সুপার জানান, রুবেলের ছোট ভাই ছাত্রলীগ করার কারণে তার বিদ্যুৎ অফিসের চাকরি চলে যায়। দীর্ঘদিন বেকার থাকার কারণে আর্থিক লোভে তিনি এই অগ্নিসংযোগের কাজে জড়িয়ে পড়েন। প্রয়াত সংসদ সদস্য শাহাজাহান কামালের এপিএস শিমুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার চুক্তিতে রুবেল নির্বাচন অফিসে আগুন দেন। আগুন দেওয়ার আগে দুই হাজার টাকা অগ্রিম দেওয়া হয় এবং ঘটনার পর বাকি আট হাজার টাকা পরিশোধ করা হয়। গোয়েন্দা পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে রুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আদালতে হাজির করলে তিনি আগুন দেওয়ার কথা স্বীকার করেন এবং পরে কারাগারে পাঠানো হয়।