• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:১৪ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে খোকা মিয়া (৭০) হত্যা মামলার প্রধান আসামির ভাই তোফাজ্জল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।২৮ ডিসেম্বর রোববার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।এর আগে, শনিবার রাতে তাকে রংপুর র‍্যাব-১৩-এর আভিযানিক টিম অভিযান চালিয়ে কুড়িগ্রাম রাজারহাটের কালিরহাট গ্রাম থেকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গত ৫ ডিসেম্বর জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় আহত হন খোকা মিয়া। গত ১০ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ব্যাপারে খোকা মিয়ার ছেলে বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তি মাধ্যমে প্রধান আসামির ভাই মামলার এজাহারভুক্ত আসামি তোফাজ্জল হোসেনের অবস্থান সনাক্ত করে রংপুর র‍্যাব-১৩-এর আভিযানিক টিম। শনিবার রাজারহাটের কালিরহাট গ্রাম থেকে তোফাজ্জলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার তাকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, খোকা মিয়া হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।