রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় এনামুল হক আনসারি (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ নভেম্বর মঙ্গলবার রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন। আনসারি রাঙামাটি জেলা আওয়ামী লীগের আইসিটি বিষয়ক সম্পাদক।আনসারি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় কাযালয়ের কম্পিউটার পরিচালনাসহ দলটির সাধারণ সম্পাদকের বিভিন্ন কাযক্রম পরিচালনা করতো বলে জানিয়েছে পুলিশ।ওসি জানান, এনামুল হক আনসারির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে আনসারি দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।