• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ১০:৫১:২৩ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

লংগদুতে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলা সদরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে শিবলী স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়।এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, ‘কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল বাড়িতে নিয়ে যাবেন নাকি অন্যত্র বিক্রি করবেন তা আমাদের জানা থাকে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান