• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:১৯:৪৪ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

লংগদুতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর চলমান অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় সরোয়ার হোসেন (৪৫) নামের ১ জনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।২৮ ডিসেম্বর রোববার ভোর রাতে উপজেলার মাইনী ইউনিয়নের ইসলামাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার সরোয়ার লংগদু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে লংগদু থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চাই।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান