• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:২৫ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

নাটোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ডবল কেবিন ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।চট্টগ্রাম থেকে পাবনাগামী একটি ডবল কেবিন ট্রাক তল্লাশি করে ড্রাইভারের পিছনের সিটের নিচে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।হাইওয়ে পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ডবল কেবিন ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি পাবনা জেলার সাঁথিয়া থানার বাসিন্দা মো. শামীম (৩০)।অভিযান শেষে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মহাসড়ক ব্যবহার করে মাদক পাচারের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান