সোনারগাঁওয়ে দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিতে উদ্যোগ নিলেন এসিল্যান্ড
মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। এতে সাধারণ সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভূমি সেবায় দালালদের প্রভাব ও অবৈধ দখলদারিত্ব নিয়ে জনমনে ক্ষোভ ছিল। এ সমস্যা নিরসনে এসিল্যান্ড ফাইরুজ তাসনিমের নেতৃত্বে দালালমুক্ত কার্যক্রম শুরু হয়। অফিসের ভেতরে ও বাইরে অবস্থানরত দালালদের অপসারণ করে নিয়মিত খারিজ ও অন্যান্য ভূমি সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়।সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, ‘দালালদের উপস্থিতি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ ও সময়ের জটিলতায় ফেলে। আমি চাই, সবাই যেন শুধুমাত্র সরকারি ফি দিয়েই সরাসরি সেবা নিতে পারে। কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালালেও আমি এই অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত রাখব এবং জনগণের সেবাই আমার একমাত্র লক্ষ্য।’তিনি আরও জানান, জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সোনারগাঁয়ে ভূমি অফিসে দেড় মাস ধরে বন্ধ নামজারি’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কাঁচপুর ভূমি অফিসে বর্তমানে নামজারি, খাজনা আদায়, রেকর্ড সংশোধনসহ সব নাগরিক সেবা নিয়মিত চলছে। অফিসটি এখন দালালমুক্ত এবং অনলাইন আবেদন, ডিজিটাল নামজারি ও রেকর্ড ব্যবস্থাপনা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু আছে।এ বিষয়ে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, ‘আমরা এখন সরাসরি এসিল্যান্ড ম্যাডামের সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে পারি। এতে দ্রুত সমস্যা সমাধান হচ্ছে এবং জনগণের আস্থা বেড়েছে।’সাদীপুর ইউনিয়নের কৃষক মোতালিব হোসেন জানান, ‘আগে দালাল ছাড়া কাজ হতো না। এখন অফিসে গিয়ে সরাসরি সেবা পাচ্ছি। এটা অনেক বড় পরিবর্তন।’জনগণের প্রত্যাশা, ফাইরুজ তাসনিমের নেতৃত্বে দালালমুক্ত ভূমি সেবার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অন্য অফিসগুলোও তাঁর উদ্যোগ অনুসরণ করবে।