• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:৩১:৫৩ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

খোকসায় সাড়ে ১৩শ’ বস্তা আটক সার জব্দ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১৩শ’ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধ মজুদদারকে ১ লাখ টাকা জরিমানা ও জব্দ সার বাজেয়াপ্ত করা হয়েছে।২৭ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার কমলাপুরে অবৈধ সার মজুদদার সামিম হোসেনের গোডাউনে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যাট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিম জাহান।ব্যবসায়ির গুদামজাত করা ডিএপি ও এমওপি সারের খাতাপত্র অনুযায়ী ১৩৫০ বস্তা সার মজুদ পায়। ওই অবৈধ সারের মজুদদারকে কৃষি বিপণন আইন ২০১৮-এ-১৯(ড) ধারায় নগদ ১ লাখ টাকা জমিমানা করে। একই সাথে জব্দের পর বাজেয়াপ্ত করা সব সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান এশিয়ান টিভিকে জানান, অবৈধ মজুদ সারের দাম প্রায় ১৩ লাখ টাকা। মজুদদার সামিম হোসেন বিএডিসি বা বিসিআইসির তালিকা ভুক্ত ডিলার নন। তিনি সব সার অবৈধভাবে মজুদ রেখেছিলো। সমস্ত সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। একই সাথে সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা হবে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিম জাহান এশিয়ান টিভিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেন। সমুদয় সার জব্দ করেন। অবৈধ মজুদদারকে জরিমানা করেছেন। এ ছাড়া উপজেলা কৃষি অফিসারকে আহবায়ক করে আটক ও বাজেয়াপ্ত করা সার বিক্রির জন্য একটি কমিটি করা হয়েছে। তারা সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেবেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান