• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ১০:৫১:২৩ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।১০ নভেম্বর সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও ২নং পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোকন সরকার (৩৭)।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে পৌর ছাত্রদলের সদস্য শহিদ শেখ ও তার সঙ্গে থাকা রাফি আহত হয়। পরে শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।’তিনি আরও জানান, ‘ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় সারোয়ার হোসেন  ও খোকন সরকারকে খুঁজছিল পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান