• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:৩১:৫৩ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

রৌমারী সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের খবর পাওয়া গেছে।২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯-এর কাছ দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবি (জামালপুর ব্যাটালিয়ন) গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের আওতাধীন দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্ত এলাকা দিয়ে ২ জন পুরুষ এবং ১ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয় বিএসএফ।অনুপ্রবেশকারী এই তিন ভারতীয় নাগরিক বর্তমানে সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছেন। গভীর রাতে এই পুশইনের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।জানা গেছে, খবর পেয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। পুশইন করা ব্যক্তিরা কেন এবং কীভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলেন, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, কনকনে শীত ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে বিএসএফ এদের পুশইন করে। বর্তমানে ওই এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। তবে এই বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান