• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ১০:৪৯:৫৫ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

রাজশাহীতে হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি রতন আলী (৩২) কে আটক করেছে র‌্যাব-৫।৯ নভেম্বর রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গতকাল ৮ নভেম্বর শনিবার দুপুরে বিশেষ অভিযানে অভিযুক্তকে আরএমপি বেলপুকুর থানা এলাকা থেকে আটক করা হয়।  সে জেলার গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।র‌্যাব জানায়, নিহত শিহাব শেখের সাথে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিম তার প্রেমিকার সাথে দেখা করতে  গেলে পূর্বপ্রস্তুতি নেওয়া রতন ও বেশ কিছু লোক ভিকটিমকে মারার জন্য দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে শিহাবকে রক্তাক্ত ও গুরুতর জখম করে।নিজেকে বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেয় শিহাব। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে রাখা হলে সেখানেই গত ১ নভেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করে।র‌্যাব আরও জানায়, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান