সরিষাবাড়ীতে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় দুর্গন্ধযুক্ত ও পচা চাল বিতরণের অভিযোগ উঠেছে।১০ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৪৫৬ জন দুঃস্থ ও অসহায় নারীর মাঝে চাল বিতরণের সময় এ অভিযোগ করেন সুবিধাভোগীরা।স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণের সময় চালগুলোতে পচা গন্ধ ও জমাট বাধার চিত্র দেখা যায়। অনেক কার্ডধারী অভিযোগ করেন, নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত এসব চাল খাওয়ার অনুপযোগী।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘চালগুলো লালচে, দুর্গন্ধযুক্ত ও পচা। এমন চাল মানুষ তো দূরের কথা, পশুও খেতে পারবে না। তবুও বাধ্য হয়ে নিচ্ছি, কারণ আমাদের আর কোনো উপায় নেই।’উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের ৪৫৬ জন ভিজিডি কার্ডধারীর জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তিন মাস অন্তর ৯০ কেজি করে চাল উত্তোলন করেন তারা। এবার সেই চালগুলো ইউনিয়ন পরিষদ গোডাউনে জমে থেকে মান নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লাল মিয়া বলেন, ‘চালগুলো উপজেলা খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। এ মাসে একসঙ্গে তিন মাসের চাল দেওয়া হয়েছে, তাই সব বস্তা পরীক্ষা করা সম্ভব হয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’