• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৪৪:৪৮ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে রূপগঞ্জে দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।২৮ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জের কাঞ্চনের কামেল মাদ্রাসায় দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং রক্তদান কর্মসূচি।​এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন।​কর্মসূচিটি সফল করতে সহযোগিতা করে ডিকেএমসি হাসপাতাল, যার অভিজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে উপস্থিত হয়ে শতাধিক দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। কর্মসূচিতে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও, রক্তদান কর্মসূচিতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ অনেকে তাদের ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।​আয়োজক ইসমাইল মামুনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতারা এই জনমুখী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয় জনসাধারণ এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান